রাঙ্গামাটিতে এ বছর ব্যতিক্রমিভাবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন। সংক্ষিপ্ত পরিসরে আশিকা কনভেনশন সেন্টারে আলোচনা সভার আয়োজনের মধ্যে সীমাবদ্ধ রেখে এই দিবসটি উদযাপন করেছে।
এ বছরের প্রতিপাদ্য বিষয়:For ALL women and girls: Rights, Equality, Empowerment নারী সমাজের অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করি।
প্রতি বছর পার্বত্য চট্টগ্রাম মহিলা সমতি ও হিল উইমেন্স ফেডারেশন এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বিতভাবে বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভাসহ মহাসমারোহে এ দিবসটি পালন করা হতো। বিগত সরকার পতনের সাথে সাথে পাহাড়ের উদ্ভুত পরিস্থিতির কারণে যে কোন ধরণের সহিংসতা পরিহারের লক্ষে এইবারের আয়োজনকে সীমিত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা( সন্তু লারমা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রাঙাবী তঞ্চঙ্গ্যা, সদস্য নাইউপ্রু মারমা, পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্কের সভাপতি ভবতোষ দেওয়ান। সভাপতিত্ব করেন রিতা চাকমা, সভাপতি, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, রাঙ্গামাটি জেলা কমিটি।

সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রতিটি অধিকার আন্দোলন সংগ্রামে নারীদের অগ্রণী ভূমিকা রয়েছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি নারী অধিকারের কথা স্বীকার করে, তথাপি বিভিন্ন শ্রেণী বিভক্ত সমাজে নারীরা এখনও নানা ক্ষেত্রে অধিকার বঞ্চিত ও পিছিয়ে রয়েছে। তিনি আরো বলেন নারীকে পিছিয়ে রেখে সমাজ বা রাস্ট্রের সমভাবে উন্নয়ন সম্ভব নয়। এ ব্যাপারে তরুন প্রজ্জন্মকে এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান।
আলোচনায় বক্তাগণ সমাজের নারীদের বিভিন্ন প্রতিকুলতা ও প্রতি বন্ধকতার বিষয় সমূহ তুলে ধরেন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান।