‘পার্বত্য এলাকায় মানসম্মত শিক্ষা নিশ্চিতে ৬ মাসের মধ্যে ব্যবস্থা নেয়া হবে’

0
20
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

আগামী ৬ মাসের মধ্যে পার্বত্য এলাকায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে যা যা করণীয়, তাই করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

শনিবার (৫ জুলাই) পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বেইলী রোডে পাঁচ দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা’র সমাপনী অনুষ্ঠানে একথা বলে তিনি।

তিনি বলেন, মানসম্মত শিক্ষা পাহাড়ে পৌঁছে দিতে ডিজিটাল ক্লাসরুম নিশ্চিত করতে স্টারলিংক এর মাধ্যমে ইন্টারনেট কিংবা সৌরবিদ্যুৎ যাই লাগুক তার ব্যবস্থা করা হবে। পার্বত্য চট্টগ্রামবাসীর আর্থিক কষ্ট দূর করতে কাজ করছে সরকার।

এর আগে গত, ১ জুন থেকে ৫ দিনব্যাপী চলা এই পাহাড়ি ফল মেলায় পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আসা সংস্থা ও উদ্যোক্তারা পাহাড়ি অঞ্চলে উৎপাদিত দেশীয় ও মৌসুমি ফল, প্রাকৃতিক খাদ্যপণ্য ও হস্তশিল্প সামগ্রীর পসরা বসে।

এদিন, পাহাড়ি ফল মেলায় অংশগ্রহণকারীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.