পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল রাশিয়া

0
136
ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল রাশিয়া, ছবি: রয়টার্স

পারমাণবিক সাবমেরিন ‘ইম্পারেটর আলেক্সান্ডার-থ্রি’ থেকে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। আরএসএম-৫৬ বুলাভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা করার দাবি করেছে দেশটি। রোববার এই পরীক্ষার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার উত্তর উপকূলে শ্বেত সাগরে ডুবন্ত অবস্থায় উৎক্ষেপণ করা হয়েছে। এটি হাজারো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চূড়ান্ত ধাপ। এরপরই নৌবাহিনীর ক্রুজার নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বোরেই শ্রেণির কৌশলগত ইম্পারেটর আলেক্সান্ডার-থ্রি সাবমেরিন ১৬টি বুলাভা ক্ষেপণাস্ত্র ও আধুনিক টর্পেডো অস্ত্রে সজ্জিত।

রুশ মন্ত্রণালয় জানায়, বোরেই প্রকল্পে পারমাণবিক শক্তি চালিত ৩টি সাবমেরিন আছে। আরও তিনটি সাবমেরিন নির্মাণাধীন রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.