পাবনায় শিলাবৃষ্টি

0
16
পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুরসহ কয়েকটি গ্রামে শিলাবৃষ্টি

কয়েক দিন ধরে পাবনায় মাঝারি ও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এরই মাঝে দেখা দিল শিলাবৃষ্টি।

শনিবার (৫ এপ্রিল) পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুরসহ কয়েকটি গ্রামে শিলাবৃষ্টি হয়েছে। তবে এ বৃষ্টিতে দৃশ্যমান তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, পাবনায় আজ মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজকের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ৪ এপ্রিল ৩৬ ডিগ্রি ও ৩ এপ্রিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

বৃষ্টি প্রসঙ্গে তিনি বলেন, পূর্বাভাস অনুযায়ী পাবনায় কয়েকদিনে বৃষ্টি নেই। তবে এখন চৈত্র মাস। চৈত্র-বৈশাখ মাসে অপ্রত্যাশিতভাবেও অনেক সময় ঝড়-বৃষ্টি হতে পারে।

পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রোকনুজ্জামান গণমাধ্যমকে বলেন, আবহাওয়া পূর্বাভাসে যেহেতু বৃষ্টি নেই, তাই চাষিদের খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.