বাংলাদেশের গ্যাস খাত ও পানি সরবরাহ ব্যবস্থাপনা উন্নয়নে ৯৫৬ মিলিয়ন ডলার দেবে ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক–এনডিবি। ব্যাংকটির সাধারণ সভায় এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঢাকা-নারায়নগঞ্জ গ্যাস লাইন, প্রাকৃতিক গ্যাস সরবরাহ এবং ঢাকা ওয়াসার প্রকল্পে এ অর্থায়ন করা হবে বলে জানা গেছে। দক্ষিণ অফ্রিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জানান, ৩টি প্রকল্পে অর্থানের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এনডিবি।
প্রসঙ্গত, গত ২৮ থেকে ৩১ আগস্ট দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নবম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে অর্থ সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকীর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল যোগ দেয়।
২০২১ সালে বাংলাদেশ এই ব্যাংকের সদস্য হয়। পাঁচটি বিকাশমান অর্থনীতির জোট ব্রিকসের উদ্যোগে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ধারাবাহিকভাবে ঋণ পেয়ে আসছে বাংলাদেশ।