পানবোঝাই পিকআপ থেকে ইয়াবা উদ্ধার, চালক আটক

0
29
পানবোঝাই পিকআপ
কুমিল্লায় চৌদ্দগ্রামে পিকআপ থেকে পানবোঝাই ঝুড়ি থেকে লুকানো অবস্থায় ৫৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক বহনকারী পিকআপ ও দুটি মোবাইল জব্দ করা হয়।
 
রোববার (১৬ জুন) দুপুরের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা। এর আগে, শনিবার ভোরে ঘোলপাশা যুগিরখিল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করা হয়।
 
আটককৃত পিকআপের চালক ইয়াছিন (২৭)।
 
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার ৬ নম্বর ঘোলপাশা যুগিরখিল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টের মাধ্যমে অভিযান চালায় পুলিশ।
 
এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একটি পিকআপের সামনে বসা ড্রাইভার ও তার সহকারী এবং পিছনে থাকা তিনজন লোক পিকআপ থেকে নেমে দৌঁড়ে পালিয়ে যায়।
 
পরে পিকআপ ভ্যানটি তল্লাশি করে গাড়ির পিছনে থাকা একটি পান ভর্তি ঝুড়ির ভিতর ৫৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ইয়াবা উদ্ধারের পর প্রযুক্তি ব্যবহার করে পিকআপের চালক ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে থাকা আরও চারজনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.