পাকিস্তান বিশ্বকাপে না গেলে ভক্তদের সঙ্গে অবিচার হবে

0
163

কাঁদা ছোড়াছুড়ি আর বহু জল ঘোলার পর হাইব্রিড মডেলের এশিয়া কাপ ক্রিকেট নিয়ে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। দ্রুতই প্রকাশ করা হবে সূচি। তবে ভারতে গিয়ে পাকিস্তান বিশ্বকাপ খেলবে কিনা ওই নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। যদিও আইসিসি ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের সূচি ঘোষণা করে দিয়েছে।

পাকিস্তানের বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার বিষয়ে পক্ষে-বিপক্ষে মত দিয়েছেন অনেকে। কেউ বলেছেন, ভারতে যাওয়া ঠিক হবে না। কেউ বিশ্বকাপের মেগা আসর মিস না করার পরামর্শ দিয়েছেন। এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ মিসবাহ উল হক বলেছেন, পাকিস্তান বিশ্বকাপ খেলতে না গেলে ভক্তদের সঙ্গে অন্যায় হবে।

করাচির এক অনুষ্ঠানে মিসবাহ বলেছেন, ‘অন্য ক্রীড়া আয়োজনে ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে, তাহলে ক্রিকেটে কেন নয়! ক্রিকেটকে কেন রাজনীতির সঙ্গে জড়ানো হচ্ছে? দুই দলের খেলা দেখা থেকে ভক্তদের বঞ্চিত করা অন্যায়। ভারত-পাকিস্তানের ক্রিকেট যারা অনুসরণ করে তাদের প্রতি অবিচার।’

মিসবাহ মনে করেন, এখন পাকিস্তান দলের উচিত ভারতে গিয়ে ম্যাচ খেলা। একইভাবে ভারতেরও পাকিস্তান সফর করা উচিত বলে মনে করেন তিনি। ভারতে বিশ্বকাপ খেলার পক্ষেও মত দিয়েছেন সাবেক এই মিডল অর্ডার ব্যাটার, ‘অবশ্যই, পাকিস্তানের ক্রিকেট খেলতে ভারতে যাওয়া উচিত।’

ভারত সফরের স্মৃতি সামনে এনে মিসবাহ উল হক বলেন, ‘যতবারই আমি ভারতে গিয়েছি, আমি সেখানে খেলার চাপ, ভক্তদের উন্মাদনা উপভোগ করেছি। কারণ এটা আপনাকে উদ্বুদ্ধ করবে এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে শেখাবে। ভারতের মাটিতে পাকিস্তানের ভালো ক্রিকেট খেলার সক্ষমতা আছে।’

ভারতে ভালো ক্রিকেট খেলে বিশ্বকাপ জয়ের টোটকাও দিয়েছেন প্রথম টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে পরাজিত হওয়া মিসবাহ, ‘বাহিরে কী ঘটছে তা নিয়ে ভাবা যাবে না, ভারতে বিশ্বকাপ জিততে হলে প্রতিপক্ষ ও মাঠ বিবেচনা করে একাদশ সাজাতে হবে। সেখানে খেলার চাপ আছে, আবার ওই চাপটাই আসল মজা। অনেকে বলছেন, পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করা উচিত, আমি পুরোপুরি এর বিপক্ষে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.