পাকিস্তানে বোমা ফাটিয়ে ও গুলি চালিয়ে ট্রেনের নিয়ন্ত্রণ নিল সশস্ত্র গোষ্ঠী

0
10
পাকিস্তান

পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে কয়েক শ যাত্রীবাহী একটি ট্রেনে হামলা চালিয়ে সেটির নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। আজ মঙ্গলবার বেলুচিস্তানের বোলান এলাকায় এ ঘটনা ঘটেছে।

দ্য বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) ট্রেনটির নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছে। সশস্ত্র এই গোষ্ঠী বলেছে, পাকিস্তানের কোয়েটা থেকে রাওয়ালপিন্ডিগামী জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছে তারা।

বিএলএ’র এক বিবৃতিতে বলা হয়েছে, প্রত্যন্ত সিবি জেলায় ট্রেনটিতে হামলা চালানোর আগে রেল লাইনে বোমা মেরেছে তারা। ট্রেনটি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে বিএলএ জানিয়েছে।

পাকিস্তানের পুলিশ স্থানীয় সাংবাদিকদের জানিয়েছে, হামলায় ট্রেনের চালকসহ তিনজন আহত হওয়ার তথ্য পেয়েছেন তারা। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।

বেলুচিস্তান সরকারের একজন মুখপাত্র পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে বলেছেন, ট্রেনে ব্যাপক গুলি চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।

হামলাকারী গোষ্ঠী বিএলএ বলেছে, নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদেরসহ ট্রেনের যাত্রীদের একটি বড় অংশকে তারা জিম্মি করছে। তাঁদেরকে উদ্ধারের কোনো প্রচেষ্টা নেওয়া হলে ‘ভয়াবহ পরিণতি’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নওয়াজ এই হামলার নিন্দা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.