পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ব্যক্তিমালিকানাধীন ছোট একটি কয়লাখনিতে সশস্ত্র ব্যক্তিদের হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭ জন। আজ শুক্রবার এ হামলা হয় বলে জানিয়েছে পুলিশ।
খনিজ সম্পদসমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশটি আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী। সরকারের সঙ্গে বালুচ বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাতকে কেন্দ্র করে অঞ্চলটিতে কয়েক দশক ধরে অস্থিরতা চলছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর দাবি, অঞ্চলটির সম্পদে তাদের যে ভাগ আছে, তা তাদের দেওয়া হচ্ছে না।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠীই আজকের হামলার দায় স্বীকার করেনি।
স্থানীয় পুলিশ কর্মকর্তা হুমায়ুন খান বলেন, ভোররাতে দুকি এলাকায় জুনায়েদ কয়লা কোম্পানির খনিতে একদল সশস্ত্র লোক ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। দুকি এলাকার অবস্থান কোয়েটা শহরের পূর্ব দিকে।
হুমায়ুন খান আরও বলেন, সশস্ত্র ব্যক্তিরা খনিতে রকেট ও গ্রেনেড হামলা চালিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারী ব্যক্তিরা খনির কর্মীদের এক জায়গায় জড়ো করে এবং তাঁদের ওপর গুলি চালায়। তারা খনির যন্ত্রপাতিতেও আগুন ধরিয়ে দেয়।
কোম্পানির এক কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ওই এলাকায় ১০টি কয়লাখনি আছে।
দুকি এলাকার চিকিৎসক জোহর খান শাদিজাই বলেছেন, জেলার হাসপাতালে এখন পর্যন্ত ২০ জনের মৃতদেহ এবং ৬ জনকে আহত অবস্থায় আনা হয়েছে।
২০২২ সালে পাকিস্তানি তালেবান ও সরকারের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে পাকিস্তানে জঙ্গিবাদ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।
রয়টার্স, কোয়েটা