পাকিস্তানি সেনাদের হামলায় ‘ভারত সমর্থিত’ ৯ বিদ্রোহী নিহত

0
15
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে তিনটি পৃথক অভিযানে ৯ জন ভারত-সমর্থিত বিদ্রোহী নিহত হয়েছে। ছবি: সংগৃহীত

পাকিস্তানি সেনাবাহিনীর হামলায় ‘ভারত সমর্থিত’ ৯ বিদ্রোহী নিহত হয়েছে বলে দেশটির আইএসপিআরের বরাত দিয়ে জানিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

রোববার (২৫ মে) পাকিস্তান আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনারা খাইবার পাখতুনখোয়ার আলাদা তিনটি জায়গায় অভিযান চালায় সেনাবাহিনী। এর মধ্যে দেরা ঈসমাইল খান বিভাগে ভারত সমর্থিত ‘খারেজিরা’ অবস্থান করছিল। তাই গোলাগুলিতে চার বিদ্রোহী নিহত হয়।

অপর ঘটনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ট্যাংক বিভাগে আরেকটি অভিযান চালানো হয়। সেখানে ভারত সমর্থিত আরও দুই বিদ্রোহী নিহত হয়।

খাইবার বিভাগের বাগ এলাকায় অন্য আরেকটি অভিযানে তিন বিদ্রোহী নিহত হয়। সবগুলো অভিযানেই বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর।

এদিকে, জিও নিউজ ও সামা টিভির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এসব সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে প্রশংসা করে বলেন, ভারত-সমর্থিত চক্রের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের নির্মূল পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্ব ও তাৎক্ষণিক সাড়া দেওয়ার সক্ষমতা প্রমাণ করেছে।

তিনি দেশপ্রেমিক বাহিনীর সাহসিকতাকে ‘স্যালুট’ জানিয়ে বলেন, প্রত্যেক পাকিস্তানিই তাদের সশস্ত্র বাহিনীর সাহস ও নিষ্ঠায় গর্ব বোধ করে।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে বেশ কিছু বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা রয়েছে। তারা বিভিন্ন জায়গায় হামলা চালায়। শুধুমাত্র গত বছর এসব বিদ্রোহী সন্ত্রাসীদের হামলায় দেশটিতে ২ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এসব বিদ্রোহীকে ভারত মদদ দেয় বলে অভিযোগ করে থাকে পাকিস্তান। তবে ভারত সবসময় এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.