চলছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। গতকাল শনিবার ও আজ রোববার উৎসব রাঙিয়ে দিলেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। সিনেমা ছাড়াও তিনি কথা বলেন মাতৃত্ব নিয়ে। ভ্যারাইটি অবলম্বনে বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে:

বছর দুই আগে ‘নো হার্ড ফিলিংস’ সিনেমায় পাওয়া গিয়েছিল জেনিফার লরেন্সকে। অস্কারজয়ী অভিনেত্রী ফিরছেন নতুন সিনেমা ‘ডাই, মাই লাভ’ নিয়ে।

গত কয়েক বছরে অভিনেত্রীদের জীবন বলা যায় পুরোপুরি বদলে গেছে। ২০২২ ও ২০২৫ সালে দুই সন্তানের মা হয়েছেন তিনি। কান উৎসবে সিনেমার প্রিমিয়ারে এসে মাতৃত্ব নিয়েও কথা বলেন তিনি। এএফপি
লরেন্স বলেন, ‘প্রসব-পরবর্তী সময়টা আসলে খুব নিঃসঙ্গ এক অভিজ্ঞতা, যেটা ভীষণই অদ্ভুত। মাতৃত্ব আসলে আপনার পুরো জীবন বদলে দেয়।’ এএফপি ৪. ‘ডাই, মাই লাভ’ সিনেমায় পর্দায় লরেন্সের স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন। এএফপি

কানে প্রদর্শনীর পর দর্শকদের ছয় মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পায় লিন রামজির সিনেমাটি। এবারের উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে সাইকোলজিক্যাল ড্রামা সিনেমাটি। এএফপি

কানে জেনিফার লরেন্স। অভিনেত্রী জানান, ‘ডাই, মাই লাভ’ সিনেমার শুটিংয়ের সময় তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এএফপি

কান চলচ্চিত্র উৎসবে রবার্ট প্যাটিনসন ও জেনিফার লরেন্স। এএফপি