পশ্চিমবঙ্গে ২৬ হাজার শিক্ষক-অশিক্ষকের নিয়োগ বাতিল করলেন সুপ্রিম কোর্ট

0
7
পশ্চিমবঙ্গে চাকরি হারানো শিক্ষকদের আন্দোলন, ফাইল ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ দেওয়া প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষকের চাকরিকে অবৈধ ঘোষণা করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। আজ বৃহস্পতিবার ওই চাকরি পাওয়া ব্যক্তিদের পুরো প্যানেল বাতিলের আদেশ ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই নিয়োগে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। এই অভিযোগে সেই সময়ের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়সহ তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা ও সরকারি কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। তাঁরা এখনো কারাগারে রয়েছেন।

এর আগে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট প্রথম ২৫ হাজার ৭৫২ জনের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন। সেদিন হাইকোর্টের রায় ঘোষণার পর এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই রায়কে অবৈধ বলে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দেন। পরে তারা সেই আদেশের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আপিল করে পশ্চিমবঙ্গ সরকার ও রাজ্যের চাকরিদাতা প্রতিষ্ঠান এসএসসি।

সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছিলেন, ‘এখন তো এখানকার বিচারালয় বিজেপির বিচারালয় হয়ে গেছে। দিল্লির বিজেপির দপ্তরের নির্দেশে বিচারক নিয়োগ হয়। বিচার হয়। আমরা আজকের রায়কে অবৈধ মনে করি। আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছি।’

মমতা আরও বলেন, ‘ওরা জেলে পাঠাবে, আমি তৈরি। আমি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করছি। আমি চাকরিহারাদের পাশে আছি। আমার যত দূর যেতে হয় যাব। আমি তৈরি।’

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হওয়ার পর সেই মামলার শুনানি শেষ হয় গত ১০ ফেব্রুয়ারি। যদিও এই নিয়োগ নিয়ে সুপ্রিম কোট সংশয় প্রকাশ করে বলছিলেন, ওই নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। শুধু তা–ই নয়, তৎকালীন শিক্ষামন্ত্রীর হেফাজত থেকে ৫০ কোটি নগদ টাকা উদ্ধার হয়েছিল।

সেদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, ‘আমরা প্রকৃত চাকরিহারাদের পাশে আছি। তাদের আইনি সহায়তা দিতে প্রস্তুত।’

অবশ্য এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছিলেন, ‘আগে অবৈধভাবে যাঁদের চাকরি দেওয়া হয়েছিল, আমরা সিবিআইয়ের তদন্তের পর তাঁদের একটি তালিকা পাই। সেই তালিকায় অবৈধ চাকরিপ্রাপ্তের সংখ্যা ছিল ৫ হাজার। অথচ চাকরি গেল যোগ্য প্রার্থীসহ ২৫ হাজার ৭৫২ জনের। তাই, আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করছি।’

এই প্রসঙ্গে বিরোধীরা প্রশ্ন তুলেছেন, কেন সেদিন এসএসসি ভাগ করে হাইকোর্টে জানাননি, কত চাকরি অবৈধভাবে হয়েছে? কেন সব বৈধ ও অবৈধ চাকরিপ্রাপ্ত ব্যক্তিদের এক তালিকায় রাখা হলো? কে দায়ী? বিরোধীরা আরও দাবি তুলেছে, এই দুর্নীতির জন্য দায়ী রাজ্য সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী। অবৈধ চাকরিপ্রার্থীদের বাঁচাতে মুখ্যমন্ত্রী যোগ্য ও অযোগ্য প্রার্থীদের নাম এক কাতারে রেখেছেন। এর দায় নিয়ে মমতাকে ইস্তফা দেওয়ার দাবি তুলেছে বিরোধীরা।

তবে একজন ক্যানসারে আক্রান্ত প্রার্থী সোমা দাসের চাকরি বাতিলের নির্দেশ দেননি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট।

সেদিন সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হওয়া কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শাব্বর রশিদির সমন্বয়ে গড়া ডিভিশন বেঞ্চ চাকরিতে দুর্নীতির অভিযোগে দায়ের ১১২টি মামলার একত্রে শুনানি শেষে ওই রায় ঘোষণা করেন।

রাজ্য সরকার ২০১৬ সালে এসএসসির মাধ্যমে ৩০ লাখ আবেদনের পরিপ্রেক্ষিতে এসব প্রার্থীকে চাকরি দিয়েছিল। সুপ্রিম কোর্ট এসব প্রার্থীর চাকরি বাতিলের পাশাপাশি এই রায়ও দেন যে, আগামী ৩ মাসের মধ্যে এই চাকরিহারাদের আবার চাকরির নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করতে হবে। সঙ্গে নতুন করে চাকরির প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দেন সুপ্রিম কোর্ট।

অভিযোগ উঠেছিল, রাজ্য সরকার ঘুষের বিনিময়ে ও প্রার্থীদের উত্তরপত্র বা ওএমআর সিট জাল করে চারটি স্তরে চাকরি দেয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক/শিক্ষিকা এবং গ্রুপ ‘সি’ ও ‘ডি’ শ্রেণিভুক্ত প্রার্থীদের। সাদা খাতা জমা দিয়েও অনেকে চাকরি পেয়ে যান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.