পুলিশি বাধায় পদযাত্রা কর্মসূচি পণ্ড হওয়ার পর শতাধিক নেতা-কর্মীকে নিয়ে চরনগরদী গ্রামের নিজ বাড়িতে চলে যান আবদুল মঈন খান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘আজ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিও পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। আমরা হিংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না বলেই পুলিশের উসকানি ও বাধার মুখেও কোনো দ্বন্দ্বে জড়াইনি। গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব, খালেদা জিয়াকে মুক্ত করব এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করব।’
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘আমরা তাদের বলেছি, পদযাত্রা করবেন আপত্তি নাই, জেলা প্রশাসকের অনুমতিপত্র দেখান। তাঁরা আমাদের কাছে কোনো প্রকার অনুমতিপত্র দেখাতে পারেননি। তাই নিয়ম অনুযায়ী তাঁদের বাধা দেওয়া হয়েছে।’