পর্যটক সমাগমে মুখরিত রাঙামাটি

0
12
রাঙামাটি

বছরের শেষ দিকে পর্যটক সমাগমে মুখরিত রাঙামাটি। দর্শনীয় সব পর্যটন স্পট ঘুরে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন, দুরদুরান্ত থেকে আসা পর্যটকরা। এদিকে ভরা মৌসুম, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা না থাকায় এবার সমাগম বেশি।

বছরের শেষ দিকে পর্যটকের আগমন বাড়ে রাঙামাটিতে, ব্যতিক্রম হয়নি এবারও। একদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তার ওপর শীত মৌসুম এবং রাজনৈতিক অস্থিরতা নেই, ফলে ছুটি কাটাতে দুর-দুরন্ত থেকে আসছেন অনেকে।

পাহাড় নদী হ্রদ ঘেরা রাঙামাটির অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন সবাই। কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, কাপ্তাই জাতীয় উদ্যান, রাজবাড়ি, বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র, রাজবন বিহার, উপজাতীয় সাংস্কৃতিক ইনষ্টিটিউটসহ দর্শনীয় স্থান মুখরিত। এক নারী পর্যটক বলেন, ছেলে-মেয়েদের স্কুল বন্ধের ছুটিতে ঘুরতে এসেছি। ঘুরতে এসে ভালোই লাগছে।

পাহাড়ে পর্যটন কেন্দ্রিক ব্যবসাও আলোর মুখ দেখছে। ভরা মৌসুমে পর্যটকের আনাগোনা বাড়ায় খুশি এ খাত সংশ্লিষ্টরা।
পর্যটন নৌযান ঘাটের লাইনম্যান ফখরুল ইসলাম বলেন, এভাবে যদি পর্যটক সমাগম বাড়তে থাকে তাহলে আমাদের ব্যবসা বাড়তে থাকবে। পূর্বে পর্যটন ব্যবসায় যে ক্ষতি হয়েছিল, আমাদের বোট মালিকেরা সেটা পুষিয়ে নিতে পারবে বলে আশাবাদী।

হোটেল-মোটেল ব্যবসায়ীদের হিসাব মতে, রাঙামাটিতে সারাবছর ৪ থেকে ৫ লাখ পর্যটক সমাগম ঘটে। সবচেয়ে বেশি ঢল নামে শীত মৌসুমে।
রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের আলোক বিকাশ চাকমা বলেন, আশা রাখছি সামনে রেকর্ড পরিমাণ পর্যটক এখানে ঘুরতে আসবেন। যারা ঘুরতে আসবেন তাদেরকে আমরা কাঙ্ষিত সেবা দিতে পারবো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.