‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির পর ঈশা চরিত্রের ওপর একাধিক মিম তৈরি হয়েছে। এ সম্পর্কে আলিয়া বলেছেন, ‘ঈশার চরিত্রটা পুরোপুরি শিবাকে ঘিরে। তাই কথায় কথায় শিবা শিবা বলে চিৎকার করে উঠছিল ঈশা। এ নিয়ে অনেক মিম বানানো হয়েছে। এ রকমটা যে হবে, তার ইঙ্গিত (পরিচালক) অয়ন আগেই দিয়েছিল।’
ইতিমধ্যে দক্ষিণি ছবির দুনিয়ায়ও আলিয়ার অভিষেক হয়েছে। এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবিতে তাঁকে দেখা গেছে। শিগগিরই ‘হার্ট অব স্টোন’ ছবির মাধ্যমে হলিউডে পা রাখতে চলেছেন। ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই বলিউড নায়িকা। আরও আন্তর্জাতিক ছবির অংশ হতে চান, ‘শুধু হলিউড নয়, আরও কিছু আবিষ্কার করতে চাই। চাই ক্রমাগত নিজের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে। এমন সব চরিত্রে অভিনয় করতে চাই, যা চ্যালেঞ্জিং হবে। নতুন ইন্ডাস্ট্রিতে কাজ করলে এক অদ্ভুত অনুভূতি হয়। ভাষা সম্পর্কে অবগত হলে ভবিষ্যতে জাপানি ছবিতেও কাজ করব।’
কাজ থেকে আপাতত নিজেকে দূরে রেখেছেন আলিয়া। সদ্য মা হয়েছেন। এখন পুরোপুরি মাতৃত্বকে উপভোগ করছেন আলিয়া ভাট। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে শেষ তাঁকে পর্দায় দেখা গেছে। মাতৃত্বকালীন ছুটির পর অসমাপ্ত কাজগুলো আগে শেষ করবেন। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির অবশিষ্ট অংশের শুটিং শেষ করবেন। এ ছবিতে তাঁর বিপরীতে আছেন রণবীর সিং। আগামী বছর আলিয়ার হলিউড ছবি ‘হার্ট অব স্টোন’ মুক্তি পাবে।