তামিমকে নিয়ে গণভবনে মাশরাফি, পাপনকে ডাকলেন প্রধানমন্ত্রী

0
144
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তামিম ও তার স্ত্রী। ছবি: সংগৃহিত

হুট করে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। শুক্রবার মাশরাফি বিন মর্তুজা নিজ উদ্যোগে তাকে নিয়ে গণভবনে গেছেন। সঙ্গে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকাও আছেন।

মাশরাফি ও তামিম গণভবনে যাওয়ায় বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে সেখানে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্ভরযোগ্য সূত্রে বিষয়টি নিশ্চিত হতে পেরেছে।

বুধবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে খেলেছেন তামিম ইকবাল। এরপর হুট করে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাঁ-হাতি এই ওপেনার।

শুক্রবার ঢাকা ফিরেছেন তামিম। তিনি অবসর নেওয়ার পর বিসিবি সভাপতি অন্য কর্মকর্তাদের নিয়ে বৃহস্পতিবার দীর্ঘ রাত পর্যন্ত জরুরি মিটিং করেন। ওই সভা শেষে বিসিবি সভাপতি পাপন সংবাদ মাধ্যমের দ্বারা তামিমকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানান।

সেখান পাপন বলেন, ‘এটা (অবসর) কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তামিম অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং আমাদের তাকে দরকার। সে ফিরে আসলে ‍আমরা খুব খুশি হবো।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.