পরীমনি ও সাদীর প্রেম কি ভেঙে গেল, কাকে প্রতারক বললেন নায়িকা

0
23
পরীমনি ও শেখ সাদী

প্রেমের সম্পর্কে জড়ানো চিত্রনায়িকা পরীমনির জন্য নতুন কোনো ঘটনা নয়। আবার এই সম্পর্ক নিয়ে কোনো রাখঢাক রাখেন না আলোচিত এই চিত্রনায়িকা। প্রেমিকসহ কাছের কয়েকজনকে নিয়ে যখন খুশি ঘুরতে বেরিয়ে পড়েন। হইহুল্লোড়ে থাকতে পছন্দ করেন পরীমনি। কয়েক মাস ধরে ঢালিউডের আলোচিত এই চিত্রনায়িকার সঙ্গে তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের সম্পর্ক ওপেন সিক্রেট। তাঁদের একাধিক ফেসবুক পোস্ট ও ভিডিও ক্লিপ তেমনটাই জানান দিয়েছে। শেখ সাদীর মায়ের পাঠানো নানান পদের পিঠাপুলির ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করেও ইঙ্গিতে সম্পর্কের বিষয়টি জানান দেন পরীমনি। কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, দুজনের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। ফেসবুকে কাছাকাছি সময়ে দুজনে দুই ধরনের পোস্ট দিয়েছেন। পরীমনি ফেসবুকে কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে লিখেছেন ‘ব্ল্যাকমেলার’। অন্যদিকে এর আগে একই ব্যাকগ্রাউন্ড দিয়ে সাদী তিনটি ডট দিয়েছেন। দুজনের পোস্টে তাঁদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা সম্পর্ক ভাঙার বিষয় নিয়ে কথা বলেছেন।

পরীমনি ও শেখ সাদী

শেখ সাদীর পোস্টে কেউ মন্তব্য করেছেন, ‘শেষ পর্যন্ত পরীটাও ছ্যাঁকা দিয়ে দিল।’ আরেকজন লিখেছেন, ‘এত তাড়াতাড়ি এমন পোস্ট আশা করি নাই সাদী ভাই।’ অন্যদিকে পরীমনি তাঁর ব্ল্যাকমেলার পোস্টের মন্তব্যের ঘর বন্ধ রাখলেও শেয়ার করে অনেকে সাদীকে ট্যাগ করছেন। কেউ লিখছেন, ‘শেখ সাদী কিছু একটা করছে সম্ভবত।’ তবে এ বিষয়ে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।

প্রেমের সম্পর্কে চূড়ান্ত পরিণতি দিতে চিত্রনায়িকা পরীমনি একাধিক বিয়েও করেছেন। বিনোদন অঙ্গনের একজন পরিচালক ও একজন নায়কের সঙ্গে তাঁর আনুষ্ঠানিক বিয়ের খবরও তিনি নিজে জানিয়েছেন। আবার বণিবনা না হওয়ায় এ সম্পর্ক ছাড়াছাড়িতে রূপ নিতে পরীমনি দেরি করেননি। সর্বশেষ চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে। এরপর শোনা যায়, পরীমনি প্রেমে মেতেছেন তরুণ এই গায়ক শেখ সাদীর সঙ্গে। তাঁদের একসঙ্গে ঘুরতে দেখা গেছে। পরীমনিকে দেখা গেছে, তাঁর ফেসবুকে তরুণ এই গায়কের অকপটে প্রশংসাও করতে।

শেখ সাদীর সঙ্গে পরীমনি
শেখ সাদীর সঙ্গে পরীমনি

অন্যদিকে শেখ সাদীকে দেখা গেছে, পরীমনির বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সেখানে জামিনদার হতে। জামিনদার হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর পরীমনি ও সাদীর প্রেমের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। দুজনে সরাসরি কিছু না বললেও তাঁরা আচার-আচরণে বুঝিয়ে দেন একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন। এদিকে দুজনের বিশ্বস্ত সূত্র জানা গেছে, তাঁদের সেই প্রেমের সম্পর্কে ছন্দপতন ঘটেছে। মান–অভিমান চলছে। তাই তো দুজনে ইঙ্গিতে নিজেদের ফেসবুকে পোস্ট দিচ্ছেন।

কেউ কেউ আবার এমনও বলছেন, এখন মান-অভিমান চললেও দুজনের এই সম্পর্ক কিছুদিন পর আবার ঠিক হয়ে যেতে পারে। তবে কবে কখন কীভাবে ঠিক হবে, সে ব্যাপারে কিছুই বলতে পারেননি তাঁরা। আবার কেউ বলেছেন, সম্পর্কটা এবার যে পর্যায়ে, তা ঠিক হওয়ার নয়।

শেখ সাদী ও পরীমনি
শেখ সাদী ও পরীমনি

পরীমনি তাঁর খেয়ালখুশিতে চলেন। তাঁর এই যেমন খুশি তেমন চলাটা ফেসবুক ওয়ালে চোখ রাখলেই বোঝা যায়। অন্যদিকে তরুণ গায়ক শেখ সাদীও নিজের মতো করে গানের চর্চা করে থাকেন। তাঁর একাধিক গান ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ। একাধিক ঘরোয়া অনুষ্ঠানে নায়িকা ও গায়কের দেখা–সাক্ষাৎ হয়েছে। একটা পর্যায়ে গিয়ে দুজনে দুজনের প্রতি আস্থা খুঁজে পান। একে অপরের নির্ভরতা হয়ে ওঠেন।
জানা গেছে, পরীমনি ও শেখ সাদীর প্রেমের সম্পর্ক ভাঙার পেছনে পরীমনির বাসায় অল্প কয়েক দিন কাজ করতে আসা একজন গৃহকর্মীকে দায়ী করেছেন তাঁদের একাধিক ঘনিষ্ঠজন। সন্তানের দায়িত্বে নিয়োজিত থাকা সেই গৃহকর্মীকে কাজে অবহেলার কারণে পরীমনি তাঁর বাসা থেকে বের করে দেন। এরপর সেই গৃহকর্মী পরীমনি ও শেখ সাদীকে নিয়ে নানা ধরনের মুখরোচক কথা ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে বলেন।

পরীমনির ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, এসব মিথ্যা ও বানোয়াট। গৃহকর্মীর দেওয়া এসব বিভ্রান্তিকর বিভিন্ন তথ্য দুজনের সম্পর্কে মারাত্মকভাবে প্রভাব পড়েছে বলেও জানান তাঁরা। পারিবারিক ও সামাজিকভাবে দুজনের ইমেজ সংকটে পড়ে। এরপর কিছুদিন পরই দেখা যায়, পরীমনি ও সাদী দুজনে দুজনকে নিয়ে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন।

তিন বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়। এরপর এই দম্পতির একটি ছেলেসন্তান হয়। পরে তাঁদের সম্পর্কে ফাটল ধরে। প্রায় দেড় বছর আগে তাঁদের বিচ্ছেদ হয়। পরীমনি তাঁর সন্তান ও কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছেন। অন্যদিকে রাজও তাঁর মতো করে ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মাঝেমধ্যে সন্তানের কারণে চলচ্চিত্রের এই দুই তারকার দেখা হয়।

শেখ সাদী প্রসঙ্গে পরীমনি বলেছিলেন, ‘একটা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকেন, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাঁদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।’

আর শেখ সাদী প্রথম আলোকে বলেছিলেন, ‘আমিও ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেক দিন হলো। পরীমনি অনেক ইতিবাচক গুণ রয়েছে। বিপদ-আপদে মানুষের পাশে থাকেন। আমি তাঁর মঙ্গল কামনা করি সব সময়।’

পরীমনির ফেসবুক পেজে দেখা গেছে, শেখ সাদীর একটি ভিডিও প্রকাশ পেয়েছে, তাতে পরীমনি লিখেছেন, ‘…পৃথিবীকে জানতে দিয়ো, তুমি এই পৃথিবীর আলো…।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.