নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি অনেক সময় বলে দেয় তারকাদের মনের কথা, কাজের কথা। ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে জেনে নেওয়া যাক তারকাদের যাপিত জীবনের গল্প।
১০ বছরের ক্যারিয়ারে অনেক টিভি নাটক করেছেন তানিয়া বৃষ্টি। এই ঈদেও তাঁকে ১০টিরও বেশি নাটকে দেখা গেছে। এর মধ্যে ‘ছোবল’, ‘আইসিইউ’ ও ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’ এ নাটকগুলো দর্শকমহলে বেশ সাড়া পেয়েছে। নিজের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে শেয়ার করেছেন এই অভিনেত্রীফেসবুক
চিত্রনায়িকা পরীমনি ছেলের সঙ্গে তাঁর এ ছবি পোস্ট করে লিখেছেন, ‘টুপ টুপ বিন্দুগুলো পদ্মপাতাতে চুপ চুপ ওরা যে সব গোপন আঁতাতে! আমার কাছে যেন কোনো নিলাম হেঁকেছে, যেভাবে হঠাৎ বৃষ্টি আকাশ বেচেছে। কতটুকু হারিয়ে বলো কতটা পেলে?’ফেসবুক
অভিনেত্রী নুসরাত ফারিয়া
ছবিটি পোস্ট করে অভিনেত্রী নুসরাত ফারিয়া লিখেছেন, ‘লিমিটেড এডিশন।’ এই ঈদে মুক্তি পেয়েছে ‘বুঝি না তো তাই’ শিরোনামের ফারিয়ার নতুন একটি গান। এ ছাড়া সামনে ‘আবার বিবাহ অভিযান’ নামে কলকাতার একটি সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। এতে নুসরাত ছাড়াও অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার প্রমুখফেসবুক
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘শেষ পাতা’ সিনেমার পোস্টারটি ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘“শেষ পাতা” দর্শকদের আগ্রহ ধরে রাখে শেষ মুহূর্ত পর্যন্ত। আমাদের সামাজিক বা রাজনৈতিক মতাদর্শের প্রতিফলন কীভাবে দৈনন্দিন জীবনের টানাপোড়েনের উপাদেয়, সেটা অনেকটা না বুঝিয়েও অনেক কিছু বলে ফেলার মতো। সবার অভিনয় দেখে মনে হয়েছে এই চরিত্রগুলো তাদের জন্যই তৈরি। ধন্যবাদ অতনুদা, এখনকার এই সময়ে এসেও “শেষ পাতা”র মতো বাস্তবধর্মী ছবি বানানোর জন্য’ফেসবুক
নেদারল্যান্ডসের সমুদ্রসৈকতে দোলনায় বসা এই ছবিসহ আরও বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন সংগীতশিল্পী আঁখি আলমগীর, ফেসবুক
কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টার মামলায় জেলা কারাগারে বন্দী থাকা সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে...
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকটি...
পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যুক্তরাজ্যের সহায়তায় পরিচালিত স্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রম দেখতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সফর করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।
সোম ও মঙ্গলবার...