পরিস্থিতি আরও জটিল করতে আগ্রহী নয় ভারত: ইরানকে জয়শঙ্কর

0
15
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছির সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ৮ মে, নয়াদিল্লি ছবি: এএনআই

সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছিকে ভারত জানাল, প্রত্যাঘাতের পর পরিস্থিতি আরও জটিল করতে নয়াদিল্লি আগ্রহী নয়। তবে পাকিস্তান সামরিক আক্রমণ করলে ভারত তার যোগ্য জবাব দেবে।

ভারত ও ইরানের ২০তম যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে এক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আব্বাস আরাগছি। গতকাল বুধবার তিনি দিল্লি এসেছেন। বৃহস্পতিবার যৌথ কমিশনের বৈঠকে অতিথিদের স্বাগত জানিয়ে দেওয়া ভাষণে ভারতের এই মনোভাবের কথা স্পষ্ট করে জানিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

স্বাগত ভাষণে জয়শঙ্কর বলেন, ‘এমন একটা সময়ে আপনারা ভারতে এসেছেন, যখন গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরে ঘটে যাওয়া এক ঘৃণ্য হত্যাকাণ্ডের উপযুক্ত জবাব দিতে আমরা ব্যস্ত। জম্মু-কাশ্মীরের ওই হামলা আমাদের বাধ্য করেছে, সীমান্তপারের জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিতে। আমরা লক্ষ্যবস্তু বেছে বেছেই প্রত্যাঘাত করেছি।’

জয়শঙ্কর বলেন, ‘পরিস্থিতি আরও জটিল হয়ে উঠুক, তা আমরা চাই না। তবে আমাদের ওপর আঘাত এলে নিঃসন্দেহে আমরা তা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করব।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জয়শঙ্কর বলেন, ‘আপনারা আমাদের প্রতিবেশী ও ঘনিষ্ঠ সহযোগী। পরিস্থিতি সম্যকভাবে জানা আপনাদের জন্য জরুরি।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.