পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে অভিনন্দন জানালেন কমালা হ্যারিস

0
28
ডোনাল্ড ট্রাম্প ও কমালা হ্যারিস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস। বুধবার (৬ নভেম্বর) সিবিএস নিউজের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানান বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন কমলা। ফোনকলের মাধ্যমে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। এছাড়া ট্রাম্পকে সব আমেরিকানের প্রেসিডেন্ট হয়ে ওঠারও আহ্বান জানিয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস’র তথ্য অনুযায়ী, ৫৩৮ ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে এখন পর্যন্ত ২৯২ ভোট পেয়েছেন ট্রাম্প, কমালার ভোটের সংখ্যা ২২৪। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য ২৭০ ভোটই যথেষ্ট।

নির্বাচনী প্রচারণায় ট্রাম্প এবং কমলা কেউ কাউকে ছেড়ে কথা বলেননি। ব্যক্তিগত আক্রমণ শুরু করে নানাভাবে একে অপরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে সরাসরি ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়েছিলেন কমলা হ্যারিস। অন্যদিকে ট্রাম্প কমলার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে মার্কিন ভোটাররা শেষ পর্যন্ত ট্রাম্পকেই হোয়াইট হাউজে ফেরানোর পক্ষে রায় দিয়েছেন।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের চিরাচরিত নিয়ম অনু্যায়ী নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। সেইসাথে পরের বছরের জানুয়ারি মাসের ২০ তারিখে শপথ নেন দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট। তাই নিয়ম অনুযায়ী ২০২৫ সালের ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম ও নিজের শেষ মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.