পরপর দুই ওভারে রোহিত-তিলককে ফেরালেন তানজিম

0
156
রোহিত-তিলককে আউট করলেন তানজিম

সাকিবের সঙ্গে হৃদয়ের জুটি ও শেষদিকে নাসুম-মাহেদীর ঝড়ে ২৬৫ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে প্রথম ওভারেই উইকেট হারায় ভারত। ভারতের ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মাকে রানের খাতা খোলার আগেই সাজঘরে পাঠান অভিষিক্ত তানজিম সাকিব। বলা যায়, অভিষেক ম্যাচেই স্বপ্নের শুরু তানজিমের। নিজের পরের ওভারে এসেও ফের উইকেট নিলেন তানজিম। এবার তার বলে বোকা বোল্ড হলেন তিলক ভার্মা। ৯ বল খেলে ১ চারে ৫ রান করেন তিনি।

৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৮ রানে ব্যাট করছে ভারত। ক্রিজে গিলের সঙ্গী রাহুল ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৫ রানেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। ৫৯ রান হতেই আরও দুই উইকেট হারায় টাইগাররা। বরাবরের মত আজও ব্যর্থ টপঅর্ডার। শূন্য রানে বোল্ড হয়ে ফিরেছেন ওপেনার লিটন দাস (০)। তানজিদ তামিম নিজের দ্বিতীয় ম্যাচে করেন ১৩ রান। এরপর মাত্র ৪ রান করেই সাজঘরে ফিরেছেন দীর্ঘদিন পর ওয়ানডেতে ফেরা এনামুল। দলীয় ৫৯ রানে রোহিতের ক্যাচ বানিয়ে মিরাজকে ফেরান অক্ষর প্যাটেল। টাইগার এই অলরাউন্ডার ২৮ বলে করেন ১৩ রান।

শুরুর ধাক্কা সামলিয়ে এরপর দলের হাল ধরেন সাকিব-হৃদয়। দুজনে মিলে গড়েন শতরানের জুটি। সাকিব ৬৫ বলে ফিফটি হাঁকিয়ে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু এবারও হলো না। শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। ফেরার আগে হৃদয়ের সঙ্গে ১০১ রানের জুটি গড়েন বাংলাদেশ অধিনায়ক ৮৫ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলে যান তিনি। সাকিবের পর বেশিক্ষণ টিকতে পারেননি শামীমও (১)।

শ্রীলঙ্কার বিপক্ষে হৃদয় খেলেছিলেন ৮২ রানের ইনিংস। আজ ভারতের বিপক্ষে আরও একবার জ্বলে উঠলো তাওহিদ হৃদয়ের ব্যাট। তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম আর টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি। তবে ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি তরুণ এই ব্যাটার। শামির বলে বিদায়ের আগে ৮১ বলে ৫৪ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি চারের সঙ্গে ২টি ছক্কা।

সাকিব ও হৃদয় ফেরার পর ব্যাট হাতে ঝড় তোলেন নাসুম-মাহেদী। ৪৫ বলে ৬ চার আর এক ছক্কায় নাসুমের ৪৪ আর শেখ মাহেদীর ২৩ বলে ৩ বাউন্ডারিতে ২৯ রানে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। অভিষিক্ত তানজিম সাকিবও ৮ বলে একটি করে চার-ছক্কায় করেন হার না মানা ১৪। ভারতের শার্দুল ঠাকুর ৬৫ রানে নেন ৩টি উইকেট। ৩২ রানে ২ উইকেট নেন মোহাম্মদ শামি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.