যুক্তরাষ্ট্রের কিংবদন্তি গায়ক টনি বেনেট মারা গেছেন। পপ ও জ্যাজ গায়কের বয়স হয়েছিল ৯৬ বছর। আজ শুক্রবার সকালে তিনি নিউইয়র্কে মারা যান বলে জানিয়েছে ভ্যারাইটি। টনি বেনেটের মুখপাত্র সিলভিয়া ওয়েনার অবশ্য শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি অবশ্য মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানাননি।
২০১৬ সাল থেকে আলঝেইমার রোগে ভুগছিলেন শিল্পী, অসুস্থতা নিয়েও পারফর্ম করে গেছেন তিনি। তবে তাঁর পরিবারের পক্ষ থেকে রোগাক্রান্ত হওয়ার খবর প্রকাশ করা হয় ২০২১ সালে।
১৯২৬ সালে যুক্তরাষ্ট্রে ইতালির এক অভিবাসী পরিবারে জন্ম টনির। মাত্র ১০ বছর বয়সে বাবাকে হারান তিনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে তিনি যোগ দেন মার্কিন সেনাবাহিনীতে। যুদ্ধের পর তিনি তাঁর গানের ক্যারিয়ার শুরু করেন। ১৯৫২ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম।
আট দশকের কর্মজীবনে ২০টি গ্র্যামি পুরস্কার জিতেছেন তিনি। যার মধ্যে একটি ছিল আজীবন সম্মাননা পুরস্কার।
১৯৬২ সালে মুক্তি পাওয়া ‘আই লেফট মাই হার্ট ইন সান ফ্রান্সেসকো’ তাঁর সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটি।
তাঁর মৃত্যুতে মার্কিন অভিনেতা, সংগীতশিল্পীসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন।