পদ্মা সেতুতে ৬ দশমিক ১৫ কিলোমিটার পাথরবিহীন রেলপথ নির্মাণকাজে গতকাল বুধবার শেষ পর্যায়ের ঢালাইয়ের কাজ করা হয়। এ উপলক্ষে নির্মাণসংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীরা সেতুর এ অংশে নানান কার্যক্রমে ব্যস্ত সময় পার করেন। আগামী ৪ এপ্রিল পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে মাওয়া স্টেশন পর্যন্ত ৪২ কিলোমিটার রেলপথে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে। গতকাল বুধবার (২৯ মার্চ) পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে ছবিগুলো তোলা।