রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে দুই জেলের জালে ধরা পড়েছে ২৮ ও সাড়ে ১৯ কেজি ওজনের বড় আকৃতির দুটি কাতলা মাছ। স্থানীয় এক ব্যবসায়ী ৮২ হাজার টাকা দিয়ে মাছ দুটি কিনে নিয়েছেন। শনিবার (৩ মে) ভোরে পদ্মা নদীর মোহনায় জামাল প্রামাণিক ও টক্কু হলদারের জালে মাছ দুটি ধরা পড়ে।
জানা যায়, ২৮ কেজি ওজনের কাতলা মাছটি জেলে জামাল প্রামাণিক বিক্রির জন্য দৌলতদিয়ার আড়তে আনেন। সেখানে নিলামের মাধ্যমে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় মো. চান্দু মোল্লা নামের ব্যবসায়ী মাছটি কিনে নেন।
অন্যদিকে, সাড়ে ১৯ কেজি ওজনের মাছটি ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ৩২ হাজার ১০০ টাকায় কিনে নেন একই ব্যবসায়ী।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, সকালে নিলামে ২৮ ও সাড়ে ১৯ কেজি ওজনের দুটি বড় কাতলা মাছ মোট ৮২ হাজার ৫০০ টাকায় কিনেছি। এখন মাছ দুটি বিক্রির জন্য মুঠোফোনে দেশের বিভিন্নস্থানে যোগাযোগ করা হচ্ছে।