পদার্থের বিস্ময়কণা ‘হিগস বোসন’র আবিষ্কারক ব্রিটিশ বিজ্ঞানী পিটার হিগস ৯৪ বছর বয়সে মারা গেছেন। এডিনবার্গ বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানানো, স্থানীয় সময় সোমবার তিনি মারা যান। খবর বিবিসির।
যুগান্তকারী হিগস বোসন কণা আবিষ্কারের জন্য ২০১৩ সাল তাকে নোবেল পুরষ্কার দেওয়া হয়।
এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে বলা হয়, ‘পিটার হিগস ছিলেন সেই মহান বিজ্ঞানী, যার কল্পনা ও ভাবনা আমাদের পরিপার্শ্ব সম্পর্কে জ্ঞানকে সমৃদ্ধ করেছে।’