পণ্যের দাম বাড়ার পেছনে চাঁদাবাজি সিন্ডিকেট: শ্রম উপদেষ্টা

0
9
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ।

পণ্যের দাম বাড়ার পেছনে চাঁদাবাজি সিন্ডিকেট কাজ করে। এই জনদুর্ভোগ কমাতে যা যা করা দরকার সরকার সবই করবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজারে টিসিবি ভবনের সামনে ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পণ্যের দাম নিয়ন্ত্রণে ট্রাকসেলের কার্যক্রম পর্যায়ক্রমে বাড়ানো হবে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ভোক্তাদের যাতে সিন্ডিকেটের ওপর নির্ভর করতে না হয় তার জন্য উদ্যোক্তাদের নতুন উদ্যোগ নিতে হবে। সিন্ডিকেট জন্মলগ্ন থেকেই সমস্যা, অতি দ্রুত এর দৌরাত্ম্য ভাঙা হবে বলেও জানান তিনি।

শ্রম সচিব জানান, কৃষকদের ফসল সরাসরি ভোক্তার পর্যায়ে পেলে দাম অনেক কমে আসবে। এ জন্য শুরু হয়েছে ট্রাকে সবজি বিক্রি কার্যক্রম। এই কার্যক্রমে কেউ বাধা বা চাঁদাবাজি করলে ভোক্তা অধিদফতরকে জানানোর আহ্বান জানান তিনি।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.