নেপালে বিমান দুর্ঘটনায় ৪০ মরদেহ উদ্ধার

0
217
নেপালের পোখরায় ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

নেপালের পোখরায় ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৪০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে বিমানটি পোখারার কাসকি জেলায় বিধ্বস্ত হয়। ইয়েতি এয়ারলাইনসের এটিআর ৭২ মডেলের বিমানটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল বলে জানা যায়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে সেতি নদীর ঘাটে দুর্ঘটনাস্থলে প্রায় ২০০ নেপালি সেনা সদস্য উদ্ধার কাজ চালাচ্ছে। বিমানটিতে ৭২ জন আরোহীর মধ্যে কমপক্ষে ১৫ জন অন্য দেশের নাগরিক এবং ৪ জন ক্রু ছিলেন।

সেনাবাহিনীর এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ‘আমরা আরও মরদেহ উদ্ধারের আশা করছি। বিমানটি টুকরো টুকরো হয়ে গেছে।’

কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে প্রাথমিকভাবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। ইয়েতি এয়ারলাইনস বা নেপাল সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি। ‍দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। আরোহীদের কেউ বেঁচে আছে কিনা জানা যায়নি।

তবে দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল তার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন এবং রাষ্ট্রীয় সংস্থাগুলিকে উদ্ধার অভিযানে কাজ করার আহ্বান জানিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.