সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ পর আবারও জয়ের ধারায় ফিরলো বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধেই তারা এগিয়ে যায় ২-০ ব্যবধানে। স্কোরশিটে নাম তোলেন থুইনো মারমা ও সুরভী আকন্দ প্রীতি। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে রিয়া গোল করলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের কাছে হেরে যায় আলপী-সুরভীরা। এবার নেপালকে হারিয়ে জয়ের বৃত্তে ফিরেছে মাহবুবুর রহমান লিটু শিষ্যরা।
প্রসঙ্গত, এই টুর্নামেন্ট ডাবল রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যে ভুটান ও নেপালকে হারালেও ভারতের বিপক্ষে হেরেছে। আবার এই তিন দলের বিপক্ষে মুখোমুখি হবে। ছয় ম্যাচ শেষে পয়েন্টে টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন শিরোপা পাবে।