বিশ্বকাপের আগেই নেইমার জানিয়েছিলেন এই বিশ্বকাপকে তাঁর শেষ বিশ্বকাপ ধরেই খেলবেন। তাঁর কথাতেই স্পষ্ট ছিল বিশ্বকাপ জিততে কতটা মরিয়া ছিলেন নেইমার। নেইমার এখনো বিশ্বকাপ জিততে আগের মতোই মরিয়া, জানিয়েছেন মার্কিনিওস , ‘পরীক্ষা ও চিকিৎসা শেষ করার পর, নেইমারের এখন ২৪ ঘণ্টাই ফিজিওথেরাপি নিতে হচ্ছে। এটাই প্রমাণ করে সে মাঠে ফিরতে কতটা মরিয়া।’
ব্রাজিল কোচ তিতে নেইমারের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন, ‘নিশ্চিত থাকতে পারেন সে বিশ্বকাপে খেলবে।’ তবে এখন অবশ্য তিতের কথার সুর অনেকটাই পাল্টে গেছে। ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি, নেইমার ও দানিলো দুজনেই বিশ্বকাপে আবারও খেলবে। যদিও চোট নিয়ে বলার মতো আমি কেউ নই।’