টুইটারে ফিরেই সেই ফেরার খুশি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন কঙ্গনা। সবাইকে হ্যালো বলে তিনি লেখেন, ‘টুইটারে ফিরে আসাটা সুন্দর।’ সাম্প্রদায়িক উসকানি ও অশান্তি ছড়ানোর অভিযোগে বলিউড অভিনেত্রী কঙ্গনাকে কয়েকবার সতর্ক করে টুইটার কর্তৃপক্ষ। কিন্তু তিনি তা শোনেননি। অবশেষে ২০২১ সালের মে মাসে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করতে বাধ্য হয় তারা।
ফিরেই কঙ্গনা জানান তাঁর পরবর্তী ছবি ‘ইমার্জেন্সি’র মুক্তির তারিখ। এ ছবির বিহাইন্ড দ্য সিনের ভিডিও শেয়ার করে তিনি জানান, ছবির শুটিং শেষ হয়েছে। আগামী ২০ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। কিছুদিন আগেই এই অভিনেত্রী জানিয়েছিলেন, এই ছবির শুটিং সম্পন্ন করার জন্য তিনি তাঁর সব সম্পত্তি বন্ধক রেখেছিলেন।
ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন নিয়ে নির্মাণ করা হচ্ছে ‘ইমার্জেন্সি’। তবে এ ছবিতে বিশেষ গুরুত্ব পেয়েছে ১৯৭৫ সালের ২৫ জুন থেকে টানা ২১ মাস ভারতে জারি করা জরুরি অবস্থা। এ ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রনৌত। অভিনয়ের পাশাপাশি এ ছবির পরিচালক ও প্রযোজকও কঙ্গনা।