নির্বাচন কমিশনকে গণভোটের প্রচার নিয়ে মাঠে নামার আহ্বান: নৌপরিবহন উপদেষ্টা

0
26
উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

নির্বাচন কমিশনকে গণভোটের প্রচার নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, সরকার পরিচ্ছন্ন নির্বাচন দিতে চায়। অতীতের মতো শাসনব্যবস্থা আর চায় না। কিন্তু, রাজনৈতিক দলগুলোর মন মানসিকতায় পরিবর্তন এসেছে কী না, তা এখনো স্পষ্ট নয় বলে মন্তব্য তার। আগামী দিনে বাংলাদেশ কোন পথে হাঁটবে তার অনেকটাই নির্ভর করছে ভোটারদের উপরে। নিজেরা না বদলালে সিস্টেম বদলাবে বলে মনে করেন নৌপরিবহন উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার বলেন, জুলাই সনদ যেন বাস্তবায়ন না হয় এজন্য অনেক ষড়যন্ত্র চলছে। স্মরণ করিয়ে দেন গণভোটে হ্যাঁ জয়ী না হলে আবারও ফ্যাসিবাদ ফিরবে।

সুজনের প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার বলেন, দেশের মানুষ এখন আর কেবল আলোচনা নয়, সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন দেখতে চায়। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর স্পষ্টতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা দরকার বলেও মন্তব্য করেন সুজনের প্রধান নির্বাহী।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.