নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় বাম জোট

0
137
পল্টন মোড়ে সমাবেশ শেষে বাম গণতান্ত্রিক জোটের মিছিল।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। নেতারা বলেছেন, শেখ হাসিনার অধীনে ২০১৪ ও ’১৮ সালের নির্বাচনী প্রহসন বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষ দেখেছে।
মানুষ বুঝেছে, এই সরকারের পদত্যাগ ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন এ দেশের মাটিতে সম্ভব নয়।

শনিবার রাজধানীর পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে নেতারা এসব কথা বলেন। সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের পদযাত্রায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদের কেন্দ্রীয় সদস্য জুলফিকার আলী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সদস্য শহিদুল ইসলাম সবুজ এবং সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

নেতারা বলেন, সরকার দেশ পরিচালনা করতে গিয়ে সরকারবিরোধী যে কোনো মতকে পদদলিত করছে। বিপ্লবী কমিউনিস্ট লীগের পদযাত্রায় হামলা তারই উদাহরণ। দ্রব্যের দাম কমানো এবং দুর্নীতি, লুটপাট ও সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.