ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে পর্যটকদের নিরাপত্তাব্যবস্থায় গাফিলতির বিষয়টি স্বীকার করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ডাকা সর্বদলীয় বৈঠকে এই স্বীকারোক্তি দেয় বিজেপি। শুক্রবার (২৫ এপ্রিল) দেশটির গণমাধ্যম এনডিটিভির প্রকাশিত সংবাদে এ তথ্য জানানো হয়।
বিরোধী নেতাদের প্রশ্ন ছিল, পেহেলগামে এত বড় হামলার ঘটনা গোয়েন্দাদের চোখ ফাঁকি দিলো কীভাবে। সেই সাথে ঘটনাস্থলে একজন নিরাপত্তারক্ষীও কেন ছিলেন না।
কংগ্রেস নেতা রাহুল গান্ধি প্রথম এই প্রশ্ন তোলেন, পরে রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে ও আম আদমি পার্টির সংসদ সদস্য সঞ্জয় সিংসহ আরও অনেকে তা সমর্থন করেন।
বিরোধী নেতাদের প্রশ্নবাণে নিজেদের গাফিলতি ও ব্যর্থতা মেনে নেয় কেন্দ্রীয় সরকার। তবে বলা হয়, প্রশাসনকে না জানিয়ে স্থানীয় ট্যুর অপারেটররা ওই রুট খুলে দিয়েছিল। সন্ত্রাসীরা সেই সুযোগ নিয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছর জুন মাসে অমরনাথযাত্রার আগে পেহেলগামের রুট পর্যটকদের জন্য খোলা হয়। কিন্তু এবার স্থানীয় ট্যুর অপারেটররা ২০ এপ্রিল থেকেই সরকারের অজান্তে তা খুলে দেয়। ফলে প্রশাসন নিরাপত্তা বাহিনী মোতায়েনের সুযোগ পায়নি।