‘নিয়মভাঙা’ আফগান নারীদের গল্প

0
33
‘রুল ব্রেকার্স’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

সালটা ২০১৭। কয়েকজন আফগান তরুণী যুক্তরাষ্ট্রে আসার চেষ্টা করেন। উদ্দেশ্য, রোবোটিকস প্রতিযোগিতায় অংশ নেওয়া। কিন্তু আফগানিস্তানে নারীদের পড়াশোনা করাই যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে দেশের বাইরে গিয়ে রোবোটিকস প্রতিযোগিতায় অংশ নেওয়া তো দূরের স্বপ্ন। এই গল্প নিয়ে সিনেমা ‘রুল ব্রেকার্স’ বানিয়েছেন বিল গুটেনট্যাগ। আজ যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

রোয়া মাহবুব আফগানিস্তানের উদ্যোক্তা। দেশটির নারীদের প্রযুক্তি শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। ২০১৩ সালে টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তিদের মধ্যেও ছিল রোয়া মাহবুবের নাম। তাঁর জীবনের গল্প থেকে সিনেমাটি বানিয়েছেন নির্মাতা বিল। রোয়া সিনেমাটির অন্যতম প্রযোজকও বটে।

‘রুল ব্রেকার্স’ সিনেমার দৃশ্য। আইএমডিবি
‘রুল ব্রেকার্স’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

‘রুল ব্রেকার্স’ খুবই অল্প বাজেটের সিনেমা। এটি পরিবেশনার দায়িত্বে আছে অ্যাঞ্জেল স্টুডিওজ। সংগত কারণেই আফগানিস্তানে সিনেমাটির শুটিং করা যায়নি, শুটিং হয়েছে হাঙ্গেরি ও মরক্কোতে।

ড্রামা ঘরানার এ সিনেমায় অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা আলী ফজল। এ ছাড়া আছেন নিকোল বুশহেরি, আম্বার আফজালি, নিনা হোসেইন, সারা মালাল।

‘রুল ব্রেকার্স’ সিনেমার দৃশ্য। আইএমডিবি
‘রুল ব্রেকার্স’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

মুক্তির পর সিনেমাটিতে অভিনয়, গল্প বলা ও নির্মাণের প্রশংসা করেছেন সমালোচকেরা। চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যমে ভ্যারাইটিতে সিনেমাটি সম্পর্কে লেখা হয়েছে, ‘এই সিনেমা আপনাকে স্বপ্ন দেখাবে। কতটা ভয়াবহ অবস্থা পার করে মানুষ নিজের স্বপ্নের পেছনে ছুটতে পারে; সেটাও দেখাবে।’ সমালোচকেরা মনে করছেন, সিনেমা হিসেবে যেমনই হোক ‘রুল ব্রেকার্স’ আফগান নারীদের নতুন করে স্বপ্ন দেখাবে।

বিল গুটেনট্যাগ মূলত তথ্যচিত্র নির্মাতা হিসেবে খ্যাত। সানড্যান্স, কানসহ পৃথিবীর বড় বড় উৎসবে তাঁর সিনেমার প্রিমিয়ার হয়েছে। ‘ইউ ডোন্ট হ্যাভ টু ডাই’ ও ‘টুইন টাওয়ার্স’ দুটি স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্রের জন্য দুবার অস্কার পেয়েছেন তিনি।

সূত্র: আইএমডিবি, ভ্যারাইটি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.