যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব পদত্যাগ করেছেন। তাঁর বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ উঠেছিল। আজ শুক্রবার তিনি পদত্যাগপত্রে সই করে বলেন, তিনি মনে করেন, তাঁর বিরুদ্ধে যে তদন্ত চলছে, তার ফলাফল মেনে নেওয়া কর্তব্য। রাবের আচরণ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগের পর এ নিয়ে স্বতন্ত্র তদন্ত শুরু হয়।
ডমিনিক রাবের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ তুলে একটি প্রতিবেদন জমা হওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই পদত্যাগের বিষয়টি সামনে এল। তিনি বিচারসচিবের পদ থেকেও সরে দাঁড়াচ্ছেন। ডমিনিক রাব তাঁর বিরুদ্ধে তদন্তে উঠে আসা অধিকাংশ বিষয় প্রত্যাখ্যান করেন। তবে তিনি দুটি বিষয়ে অভিযোগ স্বীকার করেছেন।
প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কাছে পাঠানো পদত্যাগের চিঠি টুইটারে প্রকাশিত হয়েছে। তাতে রাব বলেছেন, স্বতন্ত্র তদন্ত বিপজ্জনক নজির স্থাপন করেছে। তবে তিনি সরকারকে সমর্থন করে যাবেন।
তবে রাব অভিযোগ করেন, সহকর্মীরা তাঁর আচরণের বিবরণ গণমাধ্যমে ফাঁস করেছেন।
রাবের পদত্যাগের অর্থ হলো, ঋষি সুনাকের মন্ত্রিসভা থেকে তৃতীয় কোনো জ্যেষ্ঠ মন্ত্রীকে তাঁদের ব্যক্তিগত আচরণের জন্য সরে যেতে হলো।