নিজ বাড়িতে দিতিকন্যা লামিয়ার ওপর হামলা

0
8
প্রয়াত অভিনেত্রী দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী

নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন প্রয়াত অভিনেত্রী দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী। তিনি বলেন, জমিসংক্রান্ত ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নিজ বাড়িতে প্রায় ৪০ জন তাকে আক্রমণ করেন। প্রাণ নিয়ে পালিয়ে কোনোমতে ঢাকা ফেরেন তিনি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে লামিয়া ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভে আসেন। সেই সাথে একাধিক পোস্টও করেছেন তিনি।

লামিয়ার একটি ফেসবুক লাইভে দেখা যায়, উঠানের মতো জায়গায় বেশ জটলা। লামিয়ার কণ্ঠে এসময় শোনা যায়, ‘আমাদের গায়ে ইট মারতেছিলো। আমি পড়ে গেছি।’ এসময় বেশকিছু উত্তেজিত মানুষকে দেখা যায়।

এরপর আরেকটি ভিডিও পোস্ট করেন লামিয়া। এসময় তার পায়ে আঘাত পাওয়ার বিষয়টি সামনে আনেন। একজনকে দেখা যায়, আঘাত পাওয়া লামিয়ার পায়ে বরফ ধরে আছেন। এসময় কাঁদতে দেখা যায় লামিয়াকে।

এরপরের আরেকটি ভিডিওতে লামিয়াকে দেখা যায় প্রাইভেট কারের ভেতর বসে আসেন। গাড়ির সামনের কাঁচ ভাঙা। সামনে বেশ কিছু মানুষের জটলাও দেখা যায় এসময়। লামিয়া এসময় তার ডান পা দেখিয়ে বলেন, তার পা ভেঙে ফেলেছে ওরা।

লামিয়া বলেন, ‌আমার বাবা ও মা মারা গেছেন অনেকদিন হলো। এরপর একেবারেই একা হয়ে পড়েছি। এ সুযোগে জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয়। পা ভেঙে দিয়েছে, কোনো রকম প্রাণ নিয়ে পালিয়ে ঢাকায় ফিরেছি।

এরপর আরও কয়েকটি স্ট্যাটাস দেন লামিয়া। একটি স্ট্যাটাসে তিনি লিখেন, আমার সাথে কেউ কি নাই? আমার বাবা মা মারা গেছে বলে আমার পাশে কেউ কি নাই? কেউ নাই নাই…। এ বিষয়ে বিস্তারিত জানাতে এদিন বিকেলে গুলশানের বাসায় সংবাদ সম্মেলন ডেকেছেন লামিয়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.