নিজের সঙ্গে ভালো থাকা

0
21
নিমরাত কৌর। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

জিও হটস্টারে আলোচিত ওয়েব সিরিজ ‘কুল’-এ ‘রানি ইন্দ্রাণী রায় সিং’ চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় নিমরাত কৌর। মুম্বাইয়ের এক তারকা হোটেলে দেবারতি ভট্টাচার্যের সঙ্গে একান্ত আলাপে অভিনয়ের অভিজ্ঞতা, ব্যক্তিজীবনের অনুভব আর বলিউডের ঝলমলে দুনিয়া থেকে দূরে থাকার চেষ্টার কথা জানালেন এই অভিনেত্রী

শুরুতেই ‘কুল’ সিরিজের সাড়া নিয়ে অনুভূতি প্রকাশ করলেন নিমরাত, ‘আমি খুব খুশি যে দর্শক শোটি পছন্দ করছেন। এখন অনেকেই আমাকে “রানি সা” বলে ডাকছেন! চরিত্রটার অনেক স্তর ছিল, নিজেকে নতুনভাবে মেলে ধরার সুযোগ পেয়েছি।’
এখন কাজের পর নিজেকে চরিত্র থেকে সরিয়ে ফেলতে পারেন নিমরাত, ‘“দ্য লাঞ্চবক্স” ছবিটা আমার জীবনে অনেক প্রভাব ফেলেছিল। তবে এখন আমি কাজকে কাজ হিসেবেই দেখি। শুটিং শেষে প্রসাধন তুলেই ভালো খেয়ে শুয়ে পড়ি। ব্যক্তিগত জীবন আর পেশাদার জীবনের মধ্যে ফারাক রাখার চেষ্টা করি।’

নিমরাত কৌর। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সিরিজে ভাইয়ের প্রতি রানির অন্ধ ভালোবাসা থাকলেও বাস্তবে সম্পর্কের ক্ষেত্রে যুক্তিকে প্রাধান্য দেন নিমরাত, ‘আমার বেড়ে ওঠা একেবারেই ভিন্নভাবে। কোনো সম্পর্কেই আমি অন্ধভাবে বিশ্বাস করতে শিখিনি। হ্যাঁ, বোনের ব্যাপারে আমি খুব রক্ষণশীল। তবে সেটা যুক্তিসংগত মাত্রায়। জীবনে অনেক কিছু ঠেকে শিখেছি।’

নিমরাত এক শহীদ ভারতীয় সেনা কর্মকর্তার মেয়ে। তাঁর বাবা কাশ্মীরে কর্মরত অবস্থায় মারা যান। স্মৃতিকাতর হয়ে বললেন, ‘এই পরিচয় আমার গর্ব। আমি তখন খুব ছোট ছিলাম। এর পর থেকেই জীবন পাল্টে গেছে। সেনা পরিবারের সন্তান হওয়ার কারণে হাল না ছেড়ে লড়াই করে এগিয়ে চলার মানসিকতা পেয়েছি।’

নিমরাত কৌর। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

বলিউডের চাকচিক্য থেকে নিজেকে দূরে রাখতে চেষ্টা করেন নিমরাত। বলেন, ‘আমি সাধারণ সেনা ও কৃষক পরিবারের মেয়ে। এখানে এসেছি শুধু একজন ভালো অভিনেত্রী হতে, বাবা–মায়ের মুখ উজ্জ্বল করতে। মন দিয়ে কাজ করে যেতে চাই।’

এই মুম্বাই শহরে একাই থাকেন নিমরাত। একাকিত্বের কথা তুললে হাসেন, ‘না, একাকিত্ব অনুভব করি না। আমার দুটি বিড়াল আছে, ওরাই আমার সঙ্গী। অবশ্য পরিবারকে খুব মিস করি। ওরা দিল্লিতে থাকে। তবে আমি বিশ্বাস করি, নিজের সঙ্গে সম্পর্ক ভালো না থাকলে কোনো সম্পর্কই আপনাকে সুখ দিতে পারে না। আমার নিজের সঙ্গে সম্পর্ক খুবই মজবুত।’

অভিনেত্রীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং ও অতিরিক্ত সমালোচনার প্রসঙ্গে খানিক বিরক্তিই প্রকাশ করেন তিনি। বলেন, ‘অনলাইনে প্রতিক্রিয়া দেওয়া অনেকটাই বন্ধ করে দিয়েছি। সহজভাবে কিছু বললেও তার ভুল ব্যাখ্যা খোঁজা হয়। এখন কেবল তাঁদের সঙ্গেই কথা বলি, যাঁদের সঙ্গে নিশ্চিন্তে মন খুলে কথা বলা যায়।’
সাক্ষাৎকারের শেষে জানালেন তাঁর একটি স্বপ্নের কথা, ‘আমি খুব করে চাই, অমৃতা প্রীতমের আত্মজীবনী অবলম্বনে যদি কোনো ছবি হয়, তাতে আমি অভিনয় করতে পারি।’

পর্দায় যেমন শক্তিমান, বাস্তব জীবনেও তেমনি দৃঢ়চেতা একজন মানুষ নিমরাত কৌর। জীবনের নানা চড়াই–উতরাই পেরিয়ে তিনি যেটিকে সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন, তা হলো নিজের সঙ্গে গড়ে তোলা এক গভীর ও অটুট সম্পর্ক।

নিমরাত কৌর। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
নিমরাত কৌর। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.