‘নিজের ছবির সাফল্য উদযাপনের পরিবর্তে অন্যকে নামানোর চেষ্টা চলছে’

0
150
মোস্তফা সরয়ার ফারুকী

এবারের ঈদে দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে ৫টি সিনেমা । দর্শকরা ভালোভাবেই গ্রহণ করায় মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসেও দাপটের সঙ্গে চলছে সিনেমাগুলো। বিষয়টি বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে ইতিবাচক সম্ভাবনা বলে মনে করছেন দেশীয় চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে এর মাঝেও সিনেমা সংশ্লিষ্টদের কর্মকাণ্ডে কিছুটা ব্যথিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

নিজের সিনেমার সাফল্য উদযাপনের পরিবর্তে অন্যকে টেনে নামানোর চেষ্টা চলছে বলে অভিযোগ তুললেন তিনি।

ফারুকীর মতে, ‘এবারের ঈদে মানুষ হলে গেছে। তিনটি ছবি নিয়ে কথাবার্তা হয়েছে। কারো হয়তো এটা ভালো লেগেছে, কারো লাগে নাই। কারো ওটা ভালো লেগেছে, অন্যজনের সেটা লাগে নাই। কিন্তু এই যে মানুষ হলে যাচ্ছে- এই জিনিসটা সেলিব্রেট করার কথা ছিলো। কিন্তু সেখানে পুরা জিনিসটাই এবার মোটামুটি আমরা আমাদের জাতীয় রাজনীতির পর্যায়ে নামাইয়া নিয়া আসছি। খুবই দুঃখজনক ছিলো ব্যাপারটা।’

বেশ কয়েকবছর ধরে সংঘবদ্ধ চক্রাকারে নোংরামি করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই পরিচালক। ফারুকীর ভাষ্য, ‘নিজের সাফল্য সেলিব্রেশনের পরিবর্তে আমরা দেখলাম অন্যকে টেনে নামানোর প্রাণান্ত চেষ্টা! এটা যে এবারই শুরু হয়েছে তা না! বেশ কয়েক বছর ধরে দেখছি ওটিটি কেন্দ্রিক ক্যাম্পেইনের সময়ও এরকম হচ্ছে! একটা সংঘবদ্ধ প্রচেষ্টা চলে অন্যদের খারিজ করে শুধু আমি বা আমারটাই সেরা প্রমাণ করতে! আমাদের জাতীয় রাজনীতিতে যেমন শত ফুল ফুটতে দেয়ার নিয়ম নাই, সিনেমা-ওটিটিতেও যদি আমরা এটা আমদানি করে ফেলি, এর চেয়ে দুঃখের কিছু থাকবেনা।’

সিনেমা সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, ‘মনে রেখো, ভাই ও বোনেরা, শুধু আমরা আর মামারা মিলে একটা ইন্ডাস্ট্রি হবে না। সবাই মিলেই সেটা হবে। নিজের পাশে অন্যকে দাঁড়াবার জায়গাটা দিতে হবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.