জনগণ সরকারের নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আইনের শাসন না থাকায় দেশে কারও জীবনের নিরাপত্তা নেই। সরকারের দমন-পীড়নে জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার ক্ষতবিক্ষত। তবে নির্মম কর্মকাণ্ড সংঘটিত করেও তারা শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে পারবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল।
খুলনা জেলা ও দায়রা জজ আদালত গতকাল নাশকতার এক মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ ১৩ নেতাকে কারাগারে পাঠান। একইভাবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এবং মাগুরা বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।
এর প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতিতে মির্জা ফখরুল দাবি করেন, ‘অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলায় তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। বিরোধী দলের আন্দোলনকে স্তব্ধ করতেই জুলুম-নির্যাতন চলমান রাখা হয়েছে।
তিনি আরও বলেন, সরকার বুঝতে পেরেছে– তাদের আয়ুষ্কাল ফুরিয়ে এসেছে। এ জন্য বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীকে মরণকামড় দিতে তারা বেপরোয়া। সরকারের কারণে দেশ এক ভয়াবহ নৈরাজ্যকর অবস্থায় পতিত হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।