নিখোঁজের ৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল ২ পর্যটকের লাশ

0
5
পর্যটক প্রিয়ন্ত দাস (১৬) ও শাওন দত্তের (১৭)
রাঙ্গামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে দুই পর্যটকের লাশ।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার চিৎমরম ইউনিয়নের কর্ণফুলী নদীর সীতার ঘাট অংশে নিখোঁজ পর্যটক প্রিয়ন্ত দাস (১৬) ও শাওন দত্তের (১৭) লাশ ভেসে ওঠে।
 
এর আগে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) একই স্থানে দুপুর দেড়টার দিকে গোসল করতে নেমে নদীতে ডুবে যায় তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কাপ্তাইয়ের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন।
 
জানা যায়, চট্টগ্রাম মহানগরের সদরঘাট নালাপাড়ার বাসিন্দা ছিলেন নিহত শাওন দত্ত ও তার খালাত ভাই প্রিয়ন্ত দাশ। রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলেন নিহত শাওন দত্ত। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুজন নিখোঁজ হন। তারপর থেকেই তাদের উদ্ধারের চেষ্টা চলছিল।
 
চিৎমরম ইউনিয়নের ৯ নম্বর শিলছড়ি ওয়ার্ডের সদস্য মো. সরোয়ার বলেন, সকালে নিখোঁজ পর্যটকের পরিবারের সদস্যরা কর্ণফুলি নদীতে লাশ ভেসে উঠার খবর দিলে, সঙ্গে সঙ্গেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পরে সকাল ৮টা ৫ মিনিটে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ দুটি উদ্ধার করে।
 
স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু জানান, যেখানে তারা নিখোঁজ হয়েছিলেন, ঠিক সেই জায়গায়ই লাশ দুটি ভেসে ওঠে।
 
শাহাদাত হোসেন বলেন, ফায়ার সার্ভিসের লিডার কাজী নজরুল ইসলামের নেতৃত্বে আট সদস্যের একটি দল দুই পর্যটকের লাশ উদ্ধার করে।
 
চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.