চলমান বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করায় সুপার এইটে ওঠা হয় নিউজিল্যান্ডের। নিজেদের শেষ ও নিয়মরক্ষার ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নেমেছে কিউইরা। আগে ব্যাট করে নিউজিল্যান্ডকে মাত্র ৭৯ রানের লক্ষ্য দিয়েছে নিউগিনি।
সোমবার (১৭ জুন) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি পাপুয়া নিউগিনির। ২ বলে ১ রান করে সাজঘরে ফেরেন টনি টনি উরা। ১৬ বলে ৬ রান করে তাকে সঙ্গে দেন আরেক ওপেনার আসাদ ভালা।
দলের হাল ধরেন চার্লস আমিনি ও সেসে বাউ। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি দুজনের কেউই। ২৫ বলে ১৭ রান করেন আমিনি এবং ২৭ বলে ১২ রান করে আউট হন বাউ।
এরপর উইকেট মিছিল শুরু করে বাকিরা। চ্যাড সোপার (১), হিরি হিরি (৭), কিপ্লিং ডরিগা (৫), নরম্যান ভানুয়া (১৪), আলেই নাও (৩) এবং কাবুয়া মোরেয়া ১ রানে আউট হলে ২ বল হাতে থাকতেই ৭৮ রানে অলআউট হয় পাপুয়া নিউগিনি।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন লাকি ফার্গুসন। এ ছাড়াও ট্রেন্ট বোল্ট, টিম সাউদি এবং ইশ সোধি দুটি করে উইকেট নেন। মিচেল স্যান্টনারও নেন এক উইকেট।