নাসিরনগরে শতাধিক জেলে পরিবারের মানববন্ধন

0
9
নাসিরনগরে শতবর্ষী পুটিয়া বিল ছয় বছরের স্কীম আবেদনের প্রতিবাদে মানববন্ধন করেছে ভলাকুট কান্দিপাড়া মৎস্যজীবী লি. সমবায় সমিতি ও কয়েক শতাধিক জেলে পরিবার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শতবর্ষী পুটিয়া বিল ছয় বছরের স্কীম আবেদনের প্রতিবাদে মানববন্ধন করেছে ভলাকুট কান্দিপাড়া মৎস্যজীবী লি. সমবায় সমিতি ও কয়েক শতাধিক জেলে পরিবার। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার ভলাকুট গ্রামে পুটিয়া বিলের পাশে এ মানববন্ধন করে।

মানববন্ধনে জেলেরা বলেন, আমরা ভলাকূট গ্রামের কয়েক শতাধিক জেলে পরিবারের বসবাস করি। শতবছর ধরে প্রায় তিন হাজার মানুষ পুটিয়া বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছি। এই বিল নিয়ে গেলে আমরা পরিবার পরিজন নিয়ে কেমনে চলবো?

এছাড়াও ভলাকূটকান্দি ও কান্দিপাড়ার অনেক জেলে এ বিল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। ভলাকুট কান্দিপাড়া মৎস্যজীবী সমবায় লিমিটেড সমিতির মাধ্যমে ইজারা নিয়ে পুটিয়া বিলে মাছ ধরেন স্থানীয় জেলেরা।

সম্প্রতি পাশের ইউনিয়িন গোয়ালনগরের ভিটাডুবী উত্তর মৎস্যজীবী সমবায় সমিতি পুটিয়া বিলটি ৬ বছরের স্কীমে ইজারা নিতে মন্ত্রনালয়ে আবেদন করে। যদিও পুটিয়া বিলটি ভলাকূট গ্রামের নিকটে অবস্থিত। ভিটাডুবী উত্তর মৎস্যজীবী সমবায় সমিতির বয়স ১২ বছর এবং এ সমিতির অধিকাংশ সদস্য প্রকৃত জেলে না বলে মানববন্ধনে দাবি করেন স্থানীয় জেলেরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ভলাকুট কান্দিপাড়া মৎস্যজীবী লি. সমবায় সমিতির সভাপতি পঙ্কজ দাস, সাধারণ সম্পাদক নান্টু দাস, সদস্য প্রিয়নান্দ দাস, ভুষণ সাহাজী, মনসা রানী দাস ও স্থানীয় জেলে পরিবারের সদস্যরা।

মানবন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে কয়েক শতাধিক জেলে পরিবার। পরে জেলেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.