নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার

0
13
নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার

দুই সপ্তাহের বেশি সময় পর কোচের সঙ্গে বিদ্রোহ করা ১৮ নারী ফুটবলার আজ বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তারকে তাঁদের অনুশীলনে ফেরার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ফুটবলারদের এমন সিদ্ধান্তের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কোচ পিটার বাটলার বলেছেন, এসব নিয়ে তিনিও আর ঝামেলা চান না।

আজ বিকেলে বাফুফে ভবন থেকে বেরিয়ে আসার পথে ১৮ ফুটবলারের ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোচ বলেন, ‘দেখুন তারা ফিরলে ভালো। আমি এসব নিয়ে আর কোনো ঝামেলা চাই না।’

২৬ ফেব্রুয়ারি আরব আমিরাতের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। ২ মার্চ একই দলের সঙ্গে দ্বিতীয় প্রীতি ম্যাচ। এই দুই ম্যাচ সামনে রেখে কয়েক দিনের মধ্যেই স্কোয়াড ঘোষণা করবেন পিটার বাটলার।

তার আগে মেয়েদের ফিরে আসার খবরটা যে তিনি ভালোভাবে নিতে পারেননি, ইংলিশ কোচের কথায়ও তা অনেকটা স্পষ্ট। অবশ্য জানা গেছে, অনুশীলনের মধ্যে ছিলেন না বলে আমিরাতের বিপক্ষে ম্যাচে বিদ্রোহীদের বিবেচনা করা হবে না।

কোচের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন সাবিনারা
কোচের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন সাবিনারা

বিদ্রোহীদের ফেরা নিয়ে তেমন আপত্তি না তুললেও কিছুটা হতাশাই প্রকাশ করেছেন বাটলার, ‘একটা বিষয় বলতেই হয়, তারা কি ফিরে আসার মতো কাজ করেছিল! এই দলে এমন কয়েকজন আছে, যারা শেষ সীমায় পৌঁছে গিয়েছে। আমি মনে করি, এই দিকগুলো আপনাদেরও মনে রাখা উচিত।’

এর আগে ৫ ফেব্রুয়ারি তদন্তের মধ্যেই বাটলার বলেছিলেন, ‘হয় ওরা, নয় আমি থাকব।’ তাঁর এই বিস্ফোরক মন্তব্যের পর কোচ–খেলোয়াড় দ্বন্দ্ব আরও তীব্র হয়ে ওঠে। আজ অবশ্য বাফুফের সঙ্গে বাটলারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে মাহফুজার মন্তব্য, ‘মেয়েদের সঙ্গে আজ আমার কথা হয়েছে। কোচের সঙ্গে কথা হয়নি।’

বিদ্রোহের সময় ১৮ ফুটবলার যেমন বাটলারের অধীনে অনুশীলন করতে রাজি ছিলেন না, কোচও তাঁদের বেশ কয়েকজনকে দলে রাখতে চাননি। এখন বিদ্রোহীরা ফিরলেও বাটলার দলে তাঁদের কীভাবে স্বাগত জানান, সেটাই দেখার অপেক্ষা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.