নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডু অর ডাই’ ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। ১০৬ রানের টার্গেট ৭ বল আগেই টপকে যায় তারা। এই জয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখলো হারমান প্রীতের দল।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। ৮ রান করে আউট হোন সিদরা আমিন। আর ১৭ রান করা মুনিবাকে ফেরান শ্রেয়াঙ্কা পাটিল। ক্যাচ আউটের ফাঁদে পড়েন অধিনায়ক ফাতিমা সানা। সর্বোচ্চ ২৮ রান করেন নিদা দারের ব্যাট থেকে।
নির্ধারিত ওভার শেষে সাইদা আরুবের ১৪ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ১০৫ রানে ইনিংস শেষ করে পাকিস্তান। ৩ উইকেট পেয়েছেন ভারতের অরুন্ধতি রেড্ডি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই স্মৃতি মান্ধানাকে হারায় ভারত। ৪৩ রানের জুটি গরে সাময়িক ধাক্কা সামাল দেন জেমিমা ও শেফালি। ৭ রানে শেফালি আউট হলে ভাঙে সেই জুটি। ফাতিমা সানার শিকারে পরিণত হন ২৩ রান করা জেমিমা। তার দ্বিতীয় শিকার রিচা ঘোষ। শেষদিকে অধিনায়ক হারমান প্রীতের ২৯ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে জয় পায় টিম ইন্ডিয়া।