বাংলাদেশ ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে নারী বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠেছে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে দুই দল।
পাকিস্তান একাদশ: মুনিবা আলী, গুল ফিরোজা, সিদরা আমিন, নিদা দার, আলিয়া রিয়াজ, ফাতেমা সানা (অধিনায়ক), তুবা হাসান, নাশরা সান্ধু, ডায়ানা বেগ, সাদিয়া ইকবাল এবং ওমাইমা সোহেল।
শ্রীলঙ্কা একাদশ: বিশমি গুনারত্নে, চামারী অথাপাথথু (অধিনায়ক), হর্ষিতা সামারাবিক্রমা, কবিশা দিলহারি, নীলাক্ষীকা সিলভা, হাসিনি পেরেরা, অনুষ্কা সঞ্জীওয়ানি, সুগান্ধীকা কুমারী, ইনোশী প্রিয়দর্শনী, শচীনি নিসংসালা এবং উদেশিকা প্রবোধনী।