নারী জাতীয় ক্রিকেট লিগের নতুন চ্যাম্পিয়ন ময়মনসিংহ বিভাগ। এবারের জাতীয় লিগে খেলা হয়েছে টি২০ গেম। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে এ সংস্করণে দুর্দান্ত খেলেছে দলটি। সাত ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। শিরোপা জিতে শেষ রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে জিততেই হতো জ্যোতিদের।
গুরুত্বপূর্ণ এমন এক ম্যাচে ৪৮ রানে জয় পায় তারা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩২ রান করে ময়মনসিংহ। ব্যর্থতার মিছিল থেকে বেরিয়ে ৬৪ বলে ৮০ রান করেন জ্যোতি। ৬টি চার ও ৪টি ছয় মেরেছেন তিনি। রাজশাহীর আনিশা আক্তার শোভা তিন উইকেট নেন।
জবাব দিতে নেমে ময়মনসিংহের সমন্বিত বোলিংয়ে ৮৪ রানে অলআউট হয় রাজশাহী। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন মিষ্টি রানী সাহা। মুমতা হেনা ও স্বর্ণা আক্তার তিনটি করে, ফুয়ারা বেগম ও রুপা আবেদিন দুটি করে উইকেট নেন।
ময়মনসিংহের শিরোপা জয়ের বছরে ১১ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে চট্টগ্রাম বিভাগ। সিলেট বিভাগ হয়েছে তৃতীয়। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় লিগে এবার টি২০ গেম খেলা হয়।
#everyone #বাংলাদেশ #explore #ক্রিকেটলিগ