নারায়ণগঞ্জে তিন বছরের শিশুকে অপহরণের পর হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

0
144
রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিপণ আদায়ে তিন বছরের শিশুকে অপহরণের পর হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আসামিদের উপস্থিতিতে আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শাহজালাল, আশরাফুল ও জাকির হোসেন। তাঁদের বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায়। তাঁরা নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুক্তভোগী ওই শিশুদের বাড়িতে ভাড়া থাকতেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন বলেন, ২০১৮ সালের ১৮ অক্টোবর ভোরে রূপগঞ্জের নিজ বাড়ি থেকে ওই শিশুকে অপহরণ করেন ওই তিন আসামি। এরপর তাকে জীবিত ফেরত দিতে পরিবারের কাছে মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরদিন সকালে বাড়ির পাশের বালুর মাঠ থেকে শিশুটির হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দী লাশ পাওয়া যায়। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

আইনজীবী রকিব উদ্দিন বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তারের পর হত্যার রহস্য বেরিয়ে আসে। আসামিরা ছিলেন শিশুদের বাড়ির ভাড়াটে। পরবর্তী দুই আসামি জবানবন্দিতে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেন। শিশুর বাবা ব্যবসায়ী হওয়ার পরিকল্পিতভাবে তাঁর মেয়েকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনার কথা স্বীকার করেন আসামিরা।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, মামলায় ছয়জনের জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার বাদী শিশুটির বাবা। তিনি বলেন, তাঁর শিশু মেয়েকে অপহরণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তিনি দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.