নাপোলির দায়িত্বে আল নাসরের ‘বাতিল’ গার্সিয়া

0
152
নাপোলির নতুন কোচ রুডি গার্সিয়া।

নাপোলিকে ঐতিহাসিক সিরি আ’ চ্যাম্পিয়ন করে দায়িত্ব থেকে সরে গেছেন লুসিয়ানো স্পাল্লেত্তি। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ফ্রান্স মিডফিল্ডার ও প্রায় ৩০ বছরের কোচিং অভিজ্ঞতা সম্পন্ন রুডি গার্সিয়াকে।

এই গার্সিয়া সৌদি আরবের ক্লাব আল নাসরের কোচ ছিলেন। কিন্তু দলটির ডাগ আউটে দাঁড়িয়ে রোনালদোকে সামলাতে পারেননি। যে কারণে সিআরসেভেনের সঙ্গে তার সম্পর্কে অবনিত হয় এবং মৌসুমের মাঝে ৫৯ বছরের গার্সিয়াকে বরখাস্ত করে আল নাসর।

গার্সিয়া ফ্রান্স জাতীয় দলে খেলার সুযোগ পাননি। লিলিতে খেলা এই কোচ পরবর্তীতে সেইন্ট ইটিনেন্ট, লিলি, রোমা, মার্সেই ও লিয়নের দায়িত্ব পালন করেছেন। ইতালিতে এর আগে সফল হয়েছেন তিনি। রোমা তার অধীনে প্রথম মৌসুমে দুইয়ে শেষ করে। পরের দুই মৌসুমে যথাক্রমে তিনে ও দুইয়ে থাকে। তবে জুভেন্টারে দৌরাত্ম ভাঙতে পারেননি।

তাকে নিয়োগ দেওয়ার বিষয়ে নাপোলির প্রেসিডেন্ট ওরেলিন ডি লরেন্টিস বলেছেন, ‘গত দশ দিন সাক্ষাৎ ও সভার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, রুডি গার্সিয়া নাপোলির নতুন কোচ। আমরা তাকে উষ্ণ অভ্যার্থনা ও শুভকামনা জানায়।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.