নাটক মঞ্চস্থের সময় বিষক্রিয়ায় অসুস্থ ১৮ শিল্পী

0
147
বিষক্রিয়ায় অসুস্থদের দেখতে হাসপাতালে স্বজনদের ভিড়

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক মঞ্চস্থের সময় বিষক্রিয়ায় ১৮ অভিনয় শিল্পী অসুস্থ হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে। চিকিৎসার জন্য তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল জানান, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘ফলাফল নিম্নচাপ’ চলাকালে একে একে ১৮ অভিনয়শিল্পী বিষক্রিয়ায় অসুস্থ হতে থাকেন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধবিরোধীরা নাশকতা করে থাকতে পারে। মাঝে মধ্যেই শিল্পকলাতে অনুষ্ঠান চলাকালে অঘটন ঘটে। এর আগেও নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে।

২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিম ইফতেখার বলেন, কোনো কেমিকেল বা বিষজাতীয় পাউডার থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে।

চাঁপাইনবাবাগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

খবর পেয়ে হাসপাতালে যান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, পুলিশ সুপার আব্দুর রাকিব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.