নাজমুল হাসানসহ বিসিবির ১১ পরিচালকের সদস্যপদ বাতিল

0
32
সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান

ফারুক আহমেদ সভাপতি হওয়ার পর বিসিবির পরিচালনা পর্ষদের সভা যে কয়টা সভা হয়েছে, তাতে অনেক পরিচালকই অনুপস্থিত ছিলেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালক বিনা নোটিশে পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে তাঁর পরিচালক পদ শূন্য হয়ে যায়।

আজ ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডের পঞ্চম সভার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ জন পরিচালকের সদস্যপদ বাতিলের খবর জানানো হয়েছে। এর মধ্যে আছেন সর্বশেষ সভাপতি নাজমুল হাসানও। এর বাইরে তিনজন পরিচালকের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এ ছাড়া আলমগীর হোসেন মারা যাওয়ায় সব মিলিয়ে ১৫টি পরিচালক পদ শূন্য হয়েছে।

বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসানসহ সদস্যপদ বাতিল হওয়া পরিচালকদের মধ্যে আছেন ইসমাইল হায়দার, ওবেদ নিজাম, তানভীর আহমেদ, আ জ ম নাছির উদ্দীন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেল, নজীব আহমেদ, মঞ্জুর কাদের, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও শফিউল আলম চৌধুরী। পদত্যাগপত্র গৃহীত হয়েছে খালেদ মাহমুদ, নাঈমুর রহমান ও এনায়েত হোসেনের।

বিপিএলের ১১তম আসর শুরু হবে ৩০ ডিসেম্বর, ফাইনাল ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি।

এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবি বরাবর চিঠি দিয়ে পরিচালক পদে শূন্যতা জানতে চেয়েছিল। বিসিবির কার্যনির্বাহী কমিটিতে কারা আছেন, সেটা জানতে চেয়েও চিঠি দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। এরপরই আজ বিসিবি বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ বাতিল হওয়া পরিচালকদের নাম প্রকাশ করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে কার্যনির্বাহী কমিটি নির্ধারণ করা হবে বলে জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

এ ছাড়া বিসিবি পরিচালক নাজমূল আবেদীনকে প্রধান করে গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। বোর্ড সভায় দেশের তিনটি টেস্ট ভেন্যু—মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে আধুনিক জিম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপিএলের নতুন সূচিও প্রকাশ করেছে বিসিবি। আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল ১১তম আসর, ফাইনাল ৭ ফেব্রুয়ারি।

বিসিবি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডের পঞ্চম সভা হয়েছে আজ

বোর্ড সভায় নাজমুল হোসেনের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত, সাকিব আল হাসানের ফেরা ও জাতীয় দলের সহকারী কোচের ব্যাপারে আলোচনা হয়েছে। তবে এ ব্যাপারে গতকালই কিছু প্রকাশ করেনি বিসিবি। আজ রাতে ফারুক আহমেদের চট্টগ্রামে যাওয়ার কথা। সেখানে নাজমুল, কোচ ফিল সিমন্স ও দলের সঙ্গে কথা বলবেন বিসিবি সভাপতি।

এ ছাড়া জানা গেছে, সরকারের পক্ষ থেকে সাকিবকে দলে ফেরানোর ব্যাপারে বিসিবিকেই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। এখন আগামী মাসে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের দলে সাকিব থাকেন কি না, সেটি দেখার বিষয়। সেই সিরিজ থেকে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.